সুখের দেশ, আমার সোনার বাংলা

লিখেছেন লিখেছেন জিহর ০৬ আগস্ট, ২০১৮, ১২:১৫:৩৮ রাত

আমার এক বন্ধু বললো, বর্তমান সরকার কি ফেরাউন টাইপ কিছু?

আমি কোনো কথা বলি নাই!আড্ডায় আরো বহুত বুদ্ধিজীবি বন্ধুরা উপস্থিত। তারা বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছিলো।

আর আমি ভাবছিলাম শেষটা কোথায়?

কারন ফেরাউন তো নীল নদে ডুবেছে, কিন্তু বাংলার পদ্মা,মেঘনা এই "নৌকা" ডোবানোর ক্ষমতা রাখে না!

সেই পিল খানা থেকে শুরু!

এর পর শাহাবাগ,শাপলা চত্বর,হলমার্ক,রানা প্লাজা, ব্যাংক লুট, দফায় দফায় পদ্মা ব্রিজ লুট, ইচ্ছের নির্বাচন, বিরোধী মতালম্বিদের কঠোর ভাবে দমন, নিপীড়ন,অত্যাচার, ধর্মদ্রহীতা, বিদেশের কাছে স্বার্থ বিলীয়ে সমুদ্র জয়ের কল্প কথা, লাখো,লাখো রোহিঙ্গার বোঝা মাথায় নিয়ে পদকের লোভ, স্বেচ্ছাচারিতা, ....

ধুর ভাল্লাগেনে এতো লিখতে, সবাই আমরা জানি!

পূর্বপুরুষের পাপের বোঝা আমাদের মাথায়!

তারা বিশ টাকার চা,পান আর বিস্কুট খেয়ে নির্বাচন জিতিয়ে বসিয়েছে ক্ষমতায়। যার থলে আমাদের সরকার তার কেনা গোলাম মনে করছে! যা ইচ্ছে তাই হবে।

কোনো প্রতিবাদ চলবে না!

তারা কথায় কথায় উন্নয়নের গান গাইবে, আমরা শুনবো!

তারা যা দেখাবে, তাই দেখবো।

তা যা বোঝাবে, তাই বুঝবো।

তারাই সব, সর্বময় ক্ষমতার অদিকারি(?)!

আমরা নিরিহ বাঙালী, বলতে গেলে কাঙালী!

এইতো আগস্ট মাস চলছে!

কিছুদিনের মধ্যেই কাঙাল বোজের আয়োজন হবে!

আপাততো যেভাবে দিন যাচ্ছে, যাক!

তার চেয়ে বরং আরো কিছু টেস্ট,ওয়ান্ডে,টি২০ ম্যাচ আয়োজন হোক,বাংলার "বাঘেরা"(?) হারুক এবংজিতুক !

আমরা দেখে দেখে বিনোদন নেই!

এইসব আন্দোলনের কি কাম?

সবাই ঘরে যান, ঘুমান, এবং উন্নয়নের সংবাদ দেখুন...........

লিখা: তালুকদার জহির

ফেসবুক--- https://m.facebook.com/story.php?story_fbid=2133931736884121&id=100008019462631

বিষয়: বিবিধ

৭৫৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385742
০৬ আগস্ট ২০১৮ রাত ০১:৫৪
রক্তলাল লিখেছেন : লেগে থাকতে হবে।
385743
০৬ আগস্ট ২০১৮ দুপুর ১২:২২
জিহর লিখেছেন : কোনো ফায়দা হবে বলে মনে হচ্ছে না..! বরং এখন আন্দোলনটা কিছিটা হ্রাস করে যদি সাভাবিক মিসিল, মানব বন্ধনে নিয়ে আসা যায়, তাতে বেশি উপকার হবে। নইলে হেফাজতের সেই আন্দোলনের মতো এক ঢলেই বৃষ্টি শেষ হবার ঘটনার পূনঃবৃত্তি ঘটবে..!
385757
১১ আগস্ট ২০১৮ রাত ১১:০৪
মনসুর আহামেদ লিখেছেন : ভালো লাগলো /
385762
১৩ আগস্ট ২০১৮ দুপুর ১২:৩৮
জিহর লিখেছেন : ধন্যবাদ, মনছুর ভাই
386390
৩০ জানুয়ারি ২০১৯ রাত ১১:৩২
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File